করোনা শনাক্তের হার আবারও ১০ পেরোল

|

প্রতীকী ছবি।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯১৬ জন। আর মারা গেছেন ৪ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ২৮ হাজার ১১১ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৯৬৪টি।

বুধবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ। গতকাল মঙ্গলবার করোনা শনাক্ত হয়েছিল ২ হাজার ৪৫৮ জনের। আর মারা গিয়েছিল ২ জন। ওইদিন শনাক্তের হার ছিল ৮.৯৭ শতাংশ।

একদিনের ব্যবধানে মৃত্যু, শনাক্তের হার ও সংখ্যা সবই বেড়েছে। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ১ হাজার ৩০৫ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৬৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ৫১ হাজার ৬৫৩ জন।

প্রসঙ্গত, দেশে সর্বশেষ করোনা শনাক্তের হার ১০ এর নিচে নেমে এসেছিল গত বছরের সেপ্টম্বরে। এছাড়া দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply