রিভিউ খারিজ, জামিন পাননি ডেসটিনির রফিকুল

|

ফাইল ছবি।

ডেসটিনি ২০০০ লিমিটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা অর্থ পাচারের দুই মামলায় জামিন আবেদন খারিজের বিরুদ্ধে রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ শুনানি নিয়ে রিভিউ আবেদন পুনর্বিবেচনার আবেদন খারিজ করে আদেশ দেন।

দুদক আইনজীবী জানান, আপিল বিভাগ তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল। কিন্তু কোনো শর্তই সে পূরণ করতে পারেনি। পরবর্তীতে আপিল বিভাগ তার জামিন আবেদন খারিজ করেন। সেই আদেশের বিরুদ্ধে পরে রিভিউ করলে আপিল বিভাগ আজ তা খারিজ করে দিয়েছেন।

এর ফলে তার জামিন আবেদ খারিজের আদেশই বহাল থাকলো। আর টাকা ফেরত দিতে তার শর্ত সংক্রান্ত যে আদেশ ছিল সেটাও বহাল থাকলো। সর্বোপরি পূর্বের শর্ত পূরণ না করা পর্যন্ত তার মুক্তি মিলছে না।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply