বিবিসি কার্যালয়ের ভাস্কর্য ভাঙায় আটক ২

|

ছবি: সংগৃহীত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কার্যালয়ে একটি ভাস্কর্যের কিছু অংশ হাতুড়ি দিয়ে ভাঙার পর একজনকে আটক করা হয়েছে। জানা গেছে, স্থানীয় সময় বুধবার (১২ জানুয়ারি) ৪টা ১৫ মিনিটে জরুরি পরিষেবা চেয়ে ফোন করা হয়। তাদের জানানো হয়, এক ব্যক্তি লন্ডনের ওয়েস্টমিনস্টারে বিবিসির কার্যালয়ের ভাস্কর্য হাতুড়ি দিয়ে ভেঙে ফেলছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, কর্মকর্তারা ভবনের প্রবেশদ্বারটি ঘিরে রাখেন এবং লন্ডন অ্যাম্বুল্যান্স সার্ভিসের প্যারামেডিকরা ঘটনাস্থলে উপস্থিত হন। স্কটল্যান্ড ইয়ার্ড এক বিবৃতিতে জানিয়েছে, লোকটি লন্ডন ফায়ার ব্রিগেডের সহায়তায় নেমে আসেন।

আরও পড়ুন: ‘জম্মু-কাশ্মিরকে অশান্ত করে তুলছে পাকিস্তান’

অভিযুক্ত ব্যক্তি আরও বড় ধরনের ক্ষতি করতে পারেন কি না, তা যাচাই করে দেখার পর তাকে আটক করা হয়। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে আছেন। আরেক ব্যক্তিকে ক্ষতি করার প্রচেষ্টাকারী সন্দেহে আটক করা হয়েছে। তিনিও বর্তমানে পুলিশ হেফাজতে।

এর আগে অন্তত ২৫০০ মানুষ অনলাইনে একটি পিটিশনে স্বাক্ষর করেছে। তারা চায়, সেখান থেকে যেন ওই ভাস্কর্য সরিয়ে ফেলা হয়। তবে এ ব্যাপারে বিবিসি কোনো মন্তব্য করতে চায়নি। বর্তমান আইনে ওই ব্যক্তির তিন মাসের কারাদণ্ড হতে পারে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply