গাজীপুরে উচ্ছেদ অভিযানে গিয়ে অবরুদ্ধ বন কর্মকর্তা, আহত ৫

|

গাজীপুরে অবৈধ দখলমুক্ত করতে গিয়ে অব্রুদ্ধ হয়েছেন বন কর্মকর্তা।

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের গেজেটভুক্ত জমির অবৈধ দখল উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা। এসময় তাদেরকে প্রায় ১ ঘণ্টা অব্রুদ্ধ করে রাখে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পেলাইদ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করলে প্রায় ১ ঘন্টা অবরুদ্ধ করে রাখে বন বিভাগের কর্মীদের। এসময় হামলাকারীদের হাতে বন বিভাগের ৪-৫ জন সদস্য আহত হন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। এ ঘটনায় বন বিভাগ হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করবে বলে জানান সহকারী বন সংরক্ষক রানা দেব।

এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, বনকর্মীদের উপর হামলা ও তাদের অবরুদ্ধ হওয়ার খবর শুনে পুলিশ তাদের উদ্ধার করে। এ ঘটনায় অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা নেয়া হবে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply