সিপিআর পদ্ধতিতে মাছের জীবন বাঁচিয়ে ভাইরাল যুবক

|

ছবি: সংগৃহীত।

জীববিজ্ঞানের ছাত্রদের কাছে সিপিআর নামটি পরিচিত। আবার কেউ কেউ চিকিৎসা বিজ্ঞানের টার্ম পড়তে গিয়ে হয়ত এ নাম শুনে থাকবেন। সিপিআর টার্ম মূলত হার্টের সাথে জড়িত। অনেক ক্ষেত্রে কিছু মানুষ অজ্ঞান হয়ে পড়ে যায়, আবার পানির মধ্যে ডুবে গেলে তার হৃদযন্ত্রের কাজ বন্ধ হয়ে যায়। ফলে হার্ট কিংবা হৃদযন্ত্রের ওপর অনেক জোরে চাপ দিতে হয়। এতে মস্তিষ্কে অক্সিজেন চলাচল স্বাভাবিক হলে জ্ঞান ফিরে পায়। অনেক ক্ষেত্রে কেউ কেউ মারাও যেতে পারে।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এক ব্যক্তি মাছের জীবন বাঁচিয়েছেন এই সিপিআর পদ্ধতিতে। যুক্তরাষ্ট্রের আরিজোনার একটি হ্রদে এক ব্যক্তি মাছ ধরছিলেন। মাছ ধরার পর তিনি আবার মাছটি পানিতে ছেড়ে দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু দীর্ঘ সময় মাছটি পানি বিহীন থাকার কারণে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। আর কিছুক্ষণ পরেই হয়ত মাছটি মারা যেত।

আরও পড়ুন: গাভীকে ‘ধোঁকা’ দিয়ে বাড়তি দুধ পাচ্ছেন খামারি

এ পরিস্থিতি বুঝতে পেরে লোকটি সিপিআর পদ্ধতি অবলম্বন করেন। যেমন একজন মানুষ অচেতন হয়ে পড়লে অনেক সময় তার মুখে মুখ লাগিয়ে নাক চেপে ধরে বাতাস দিতে হয়। মাছটিকে বাঁচাতে তিনিও সেই একই পদ্ধতি অবলম্বন করলেন। মাছটির মুখে মুখ লাগিয়ে বাতাস দেয়াতে মাছটির মস্তিষ্কে পূর্ণ মাত্রায় অক্সিজেন পৌঁছায়। ফলে সেটিকে পানিতে ছেড়ে দেয়াতে আবার প্রাণ ফিরে পায়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply