১৩ বার ধর্ষণ মামলায় খালাস পেলেন ধর্মযাজক

|

ছবি: সংগৃহীত

ক্যাথলিক নান ধর্ষণ-কাণ্ডে খালাস পেয়েছেন খ্রিস্টান ধর্ম যাজক (বিশপ) ফ্রাঙ্কো মুলাক্কল। শুক্রবার (১৪ জানুয়ারি) ভারতের কেরালার একটি আদালত এ রায় দিয়েছেন। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, আদালত চত্বর থেকে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে ঈশ্বরের স্তুতি করতে পরামর্শ দেন।

তিনি বলেন, প্রেইজ দা লর্ড। যদিও রায় শুনে এদিন তার চোখে পানি এসে গিয়েছিল এবং তার পক্ষে ন্যায় এনে দেয়ার জন্য তিনি আইনজীবীদের প্রশংসা করেন।

আরও পড়ুন: বডি ম্যাসাজ পার্লারে যাওয়ায় স্বামীকে ডিভোর্স দিলো স্ত্রী!

প্রসঙ্গত, বিশপ মুলাক্কালের বিরুদ্ধে ২০১৮ সালে ধর্ষণের মামলা দায়ের করেন এক ক্যাথলিক নান। ২০১৪ থেকে টানা দুই বছর কেরালায় মুলাক্কল তাকে প্রায় ১৩ বার ধর্ষণ করেছেন। পুলিশের কাছে এমন অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। তারপর বিশপ হিসেবে মুলাক্কলকে অব্যাহতি দেয়া হয়। ২০১৮ সালের সেপ্টেম্বরে গ্রেফতার করা হয় তাকে। প্রায় ২৫ দিন ধর্ষণে অভিযুক্ত হিসেবে জেল হেফাজতে ছিলেন তিনি।

যদিও আদালতের রায়ে অখুশি কোট্টায়াম জেলা পুলিশ। তাদের ভাষ্য, আমরা ভেবেছিলাম বিশপের বিপক্ষেই রায় যাবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক পর্যবেক্ষণ। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ এবং সাক্ষী রয়েছে। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করব।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply