এবার রানির কাছে ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

|

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। সংগৃহীত ছবি

রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগের সন্ধ্যায় উৎসব আয়োজনের ঘটনায় ক্ষমা চেয়েছেন তিনি। খবর বিবিসি।

খবরে বলা হয়েছে, গত বছরের ১৭ এপ্রিল ফিলিপের শেষকৃত্যের আগের সন্ধ্যায় বরিস জনসনের যোগাযোগবিষয়ক পরিচালক জেমস স্ল্যাকের বিদায় উপলক্ষে উৎসব আয়োজন করা হয়। ফিলিপের মৃত্যুতে জাতীয় শোক চলছিল তখন।

এ খবর গণমাধ্যমে প্রকাশ পেলে সমালোচনা শুরু হয় বরিসের বিরুদ্ধে, ওই উৎসব আয়োজনে পানাহার ও নাচের ব্যবস্থা ছিল। যদিও বরিস ওসব অনুষ্ঠানে যোগ দেননি।

বরিস ওই আয়োজনে ছিলেন না কিন্তু করোনার বিধিনিষেধের ডাউনিং স্ট্রিটে তিনিও এমন পানাহারের আয়োজন করেছিলেন। এ কারণে সমালোচনার ঝর তুলেছে বিরোধী দলগুলো। দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টি সহ অন্যান্য দলগুলো বরিসের পদত্যাগ দাবি করেছে। পদত্যাগ দাবি করেছে তার নিজের দল কনজারভেটিভ পার্টির নেতারাও।

এর আগে হাউস অব কমন্সে ক্ষমতা চেয়েছেন বরিস, তারপরও পদত্যাগের দাবি থেকে সরে আসছে না বিরোধীরা।

আরও পড়ুন-সেলফি বিক্রি হলো সাড়ে আট কোটি টাকায়!

এনবি/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply