রুশ সহায়তায় তুরস্কে পরমাণু বিদ্যুতকেন্দ্রের কাজ শুরু

|

রাশিয়ার সহায়তায় তুরস্কের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হলো। মঙ্গলবার দেশটির মারসিন প্রদেশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের উপস্থিতিতে শুরু হয় এর নির্মাণ কাজ।

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাতম এর তত্ত্বাবধানে ২ হাজার কোটি ডলার ব্যয়ে নির্মিত হবে এই বিদ্যুৎ কেন্দ্র। ৪টি ইউনিটে এক হাজার ২শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে এই কেন্দ্র।

আধুনিক তুরস্ক প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে উৎপাদনে যাবে এই বিদ্যুৎ কেন্দ্র। তুরস্কের কাছে এস ফোর হান্ড্রেড মিসাইল সরবরাহের ব্যাপারেও সম্মত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

অবশ্য এ নিয়ে আপত্তি রয়েছে ন্যাটো’র। সংস্থাটির মতে, কোন সদস্য রাষ্ট্রের এ ধরণের মিসাইল ব্যবস্থা অধিকারী হওয়া তাদের নীতিমালার পরিপন্থি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply