নাটোরে ১১ মামলার পলাতক আসামি অস্ত্রসহ গ্রেফতার

|

স্টাফ রিপোর্টার, নাটোর

নাটোরের বাগাতিপাড়া থেকে অস্ত্র ও হত্যা মামলাসহ ১১ মামলার পলাতক আসামি আব্দুল করিমকে একটি বিদেশী পিস্তল, একটি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাত ২ টার দিকে উপজেলার জামনগর বাজার থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল করিম জেলার সিংড়া উপজেলার নাসিয়ারকান্দি গ্রামের মৃত পরশ উল্লাহর ছেলে। বুধবার সকালে নাটোর গোয়েন্দা পুলিশের অফিসে আটককৃতকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়< নাটোর জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, অস্ত্র ও হত্যা মামলাসহ ১টি মামলার পলাতক আসামি আব্দুল করিম জামনগর বাজারে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তেতে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় জামনগর বাজারের একটি চায়ের স্টলে বসে থাকা আব্দুল করিম পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তার পিছু নিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে তার শরীর থেকে একটি বিদেশী পিস্তল, একটি রিভলবার এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে রাতেই গ্রেফতারকৃত আব্দুল করিমের বিরুদ্ধে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও বহনের অভিযোগে বাগাতিপাড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আব্দুল করিমের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অস্ত্র ও হত্যা সহ ১১টি মামলা রয়েছে। আব্দুল করিম দীর্ঘ দিন ধরেই আত্মগোপনে ছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply