বিপর্যয়ে আফগানিস্তানের পর্যটন খাত

|

তালেবান ক্ষমতা গ্রহণের পর অন্যান্য খাতের মতো বিপর্যয়ে পড়েছে আফগানিস্তানের পর্যটন খাতও। দেশটির একমাত্র ন্যাশনাল পার্ক বন্দ-ই-আমির গত চারমাস ধরে পর্যটকশূন্য। এলাকাটির বেশিরভাগ পরিবারের আয় পর্যটনকেন্দ্রিক হওয়ায় তারা পড়েছেন বিপাকে। আর্থিক সংকটের কারণে কাটাচ্ছেন মানবেতর জীবন।

গাঢ় নীল পানির পাহাড়ি হৃদ কিংবা এর চারপাশের শ্বেত শুভ্র বরফে ঢাকা বন্দ-ই-আমিরের পাহাড়গুলো মুগ্ধ করবে যে কাউকেই। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ হাজার ফুট ওপরে অবস্থিত আফগানিস্তানের বামিয়ান প্রদেশের বন্দ-ই-আমির নামের এ এলাকাটি ২০০৯ সালে স্বীকৃতি পেয়েছে জাতীয় উদ্যানের। দেশটির একমাত্র জাতীয় উদ্যানও এটি।

কিন্তু বর্তমানে এখানে দেখা মিলবে না কোনো পর্যটকের। যেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এই এলাকটি পড়ে রয়েছে অবহেলায়।

তবে কয়েকমাস আগেও চিত্রটি এমন ছিল না। মানুষের সরব উপস্থিতি ছিল এখানে। তালেবান ক্ষমতায় আসার পরই বদলে যায় পরিস্থিতি, বন্ধ হয়ে যায় পর্যটকদের আনাগোনা। বন্দ-ই-আমিরের প্রতিটি পরিবারের জীবিকাই পর্যটন শিল্প নির্ভর। তাই, পর্যটক না আসায় তারা পড়েছেন চরম আর্থিক সংকটে।

গেলো আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয়ার পর থেকেই দেশটির অন্যান্য খাতের মতো পর্যটন খাতেও ধ্বস দেখা দিয়েছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply