টেক্সাসে ৪ ব্যক্তিকে জিম্মি করা সেই বন্দুকধারী শনাক্ত

|

ছবি: সংগৃহীত

টেক্সাসের ইহুদি উপাসনালয় বা সিনাগগে ৪ জনকে জিম্মি করে রাখা ব্যক্তিকে শনাক্ত করেছে এফবিআই। তিনি ৪৪ বছরের ব্রিটিশ নাগরিক মালিক ফয়সাল আকরাম।

বিবৃতি অনুসারে, জিম্মিকাণ্ডে অন্য কারো জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যায়নি। এমনকি হামলাকারীর শরীরে ছিল না কোনো বিস্ফোরক দ্রব্যও।

শনিবার প্রার্থনা চলাকালে সিনাগগে ঢুকে পড়েন ওই অস্ত্রধারী। জিম্মি করেন ৪ জনকে। সিনাগগের নিজস্ব ফেসবুক পেজ থেকে তোলেন পাকিস্তানি বংশোদ্ভূত মনোবিজ্ঞানী আফিয়া সিদ্দিকির মুক্তির দাবি। আফগানিস্তানে এক মার্কিন সেনাকে হত্যাচেষ্টার অভিযোগে ২০১০ সালে ৮৬ বছরের কারাদণ্ড দেয়া হয় তাকে।

নিরাপত্তা বাহিনীর প্রায় ১০ ঘণ্টার বিশেষ অভিযানে জিম্মিদের মুক্ত করা হয়। সেসময় গোলাগুলিতে প্রাণ হারান বন্দুকধারী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়েছেন। ব্রিটেনও জানিয়েছে হামলার নিন্দা।
আরও পড়ুন: গাড়ি চুরি করে হতে চেয়েছিলেন ‘কার কিং’ অতপর…
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply