ঝিনাইদহে অবৈধভাবে মাটি বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুন্ডে উপজেলার জোড়াদাহ ইউনিয়নে অনুমতি ব্যতিত জমি খনন করে মাটি বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জমি খননকারী জোড়াদাহ গ্রামের তাহাজ উদ্দীনের পুত্র হাফিজুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ।

সেলিম আহমেদ জানান, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে আমরা জোড়াদহ বাজার এবং বাজার সংলগ্ন পূর্ব পাশের মাঠে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এ সময় অনুমতি ব্যতীত মাটি খনন ও উত্তোলন করে বিক্রি করার অপরাধে জোড়াদাহ গ্রামের তাহাজ উদ্দীনের পুত্র হাফিজুর রহমানকে ‘বালুমহাল ও জলমহাল ব্যবস্থাপনা আইন’-২০১০ এর ১৫ ধারায় ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও একই সময়ে পার্শ্ববর্তী দুটি স্থানে মাটি উত্তোলনের অভিযোগ পেয়ে সেখানেও ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মাটি উত্তোলন বন্ধ করে। এছাড়াও অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধ করতে সবাইকে নির্দেশনা প্রদান করাসহ সচেতন করা হয়।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply