পয়ঃনিষ্কাশন পাইপের ভেতর কম বাজেটের দৃষ্টিনন্দন বাড়ি!

|

ছবি: সংগৃহীত

পয়ঃনিষ্কাশনের পাইপের ভেতরে কম বাজেটের মধ্যে দৃষ্টিনন্দন এক রুমের বাড়ি তৈরি করে সাড়া ফেলেছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের সিভিল ইঞ্জিনিয়ার পেরালা মানাসা। নিম্ন আয়ের পরিবারের স্বপ্ন পূরণের চেষ্টা করতেই তিনি এই বাড়ি বানিয়েছেন। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রত্যেকের স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি থাকবে। নিম্ন আয়ের মানুষের জন্য এই ‘ও-পড’ ডিজাইন করেছেন পেরালা। এক রুমের এই বাড়িটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে বর্জ্য নিষ্কাশনের মোটা পাইপ। এটার জন্য বেশি জায়গাও লাগে না। এটার জন্য খরচ হয় মাত্র ৩ লাখ রুপি। এটা বানাতে সময় লাগে ১৫ দিন, যেকোনো জায়গায় এটা সরানোও যাবে খুব সহজেই।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রত্যেকটি পাইপের দৈর্ঘ্য হতে হবে ২.৫ মিটার। দুইটা পাইপ একত্রিত করে এই বাড়ির ডিজাইন করা হয়েছে। ১১৬ ফুট জায়গায় তৈরি করা হয়েছে বাড়িটি। ও-পডে আছে একটা শোয়ার ঘর, টয়লেট, রান্না ঘর এবং সাথেই লাগানো খাবার ঘর।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply