প্রতিবন্ধীদের সাথে নিয়ে যমুনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

|

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমধর্মী আয়োজনে মাদারীপুরে পালিত হলো যমুনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতবন্ধীদের কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে এ উৎসবে শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থী অংশ নেন। উৎসবের শুরুতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন অতিথিরা।

কেক কাটার পর আলোচনাসভায় বক্তারা যমুনা টিভির ভূয়সী প্রশংসা করে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পকলার শিল্পীবৃন্দ। মনোমুগ্ধকর পরিবেশে প্রতিবন্ধী শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

প্রতিবন্ধী শিক্ষার্থী আলম বলেন, সকাল থেকেই আমাদের কেন্দ্রের ছাত্র ছাত্রীদের মাঝে উৎসব বইছে। অতিথিরা আমাদের নিয়ে কেক কেটেছে, গান শুনিয়েছে, আপ্যায়নও করেছে। শিক্ষার্থী ইয়াসমিন বলে, যমুনা টিভি গত বছরও আমাদের নিয়ে জন্মদিন করেছে। এইদিনটির জন্য আমরা অপেক্ষা করি।

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, যমুনা টিভির সংবাদের সাথে সাথে নানান আয়োজনও চোখে পড়ার মতো। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে করায় যমুনা টিভিকে ধন্যবাদ জানাই।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম বলেন, যমুনা টিভির মধ্যস্ততায় সুন্দরবনের বনদস্যুদের আত্মসমর্পন আজ বিশ্বময় সমাদৃত। একটি টিভি চ্যানেল যে মানবসেবায় কতটা কাজ করতে পারে তা যমুনা
টেলিভিশন দেখিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply