হারিয়ে যাচ্ছে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী গরুর গাড়ি, কদর বাড়ছে ঘোড়ার

|

গরুর গাড়ির বদলে ঘোড়ার গাড়ির চাহিদা বাড়ছে কুড়িগ্রামে।

গাড়িয়াল ভাইয়ের জেলা কুড়িগ্রামে হারিয়ে যাচ্ছে গরুর গাড়ি। বেড়েছে ঘোড়ার গাড়ির কদর। চরাঞ্চলে স্বল্প খরচে পণ্য বহনে দিন দিন বাড়ছে চাহিদা। দিনবদলও হচ্ছে অনেকের।

কুড়িগ্রামের বসিন্দাদের মুখের ভাষা-হৃদস্পন্দনে মিশে আছে ভাওয়াইয়ার সুর। একসময় পথে-ঘাটে দেখা মিলতো গাড়িয়াল ভাইয়ের। কানে আসতো গরুর গাড়ির শব্দ। তবে সেসব এখন ইতিহাস। হারিয়ে যাচ্ছে গরুর গাড়ি। তার বদলে বেড়েছে ঘোড়ার গাড়ির সংখ্যা। দুর্গম চরাঞ্চলের পাশাপাশি গ্রামগুলোতে বাড়ছে এর চাহিদা। আজকাল শহরেও তা দেখা যায়।

দেশের অতি দরিদ্রের হারে শীর্ষে কুড়িগ্রাম। বন্যা-নদী ভাঙনে নিঃস্ব অনেকে। রয়েছে কর্মসংস্থানের অভাবও। ঘোড়ার গাড়িতে দিন বদলেছে অনেকের। দুর্গম চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বেহাল। স্বল্প খরচে পণ্যপরিবহনে মানুষের অন্যতম ভরসা হয়ে দাঁড়িয়েছে এই গাড়ি।

ছোট-বড় মিলিয়ে ১৬টি নদ-নদীবেষ্টিত জেলা কুড়িগ্রাম। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এখানকার মানুষের দিনবদলের বড় চ্যালেঞ্জগুলোর একটি। তবে কিছুটা আশার আলো দেখাচ্ছে ঘোড়ার গাড়ি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply