শেখ জাররাহ’য় ইসরায়েলের দমন পীড়নের বিরুদ্ধে বিক্ষোভ

|

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি পরিবার উচ্ছেদ ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনার জেরে বিক্ষোভ হয়েছে শেখ জাররাহ’য়। শুক্রবার (২১ জানুয়ারি) ইসরায়েলি বাহিনীর দমন পীড়নের বিরুদ্ধে হয় ওই বিক্ষোভ।

এতে অংশ নেন মানবাধিকার কর্মী ও সাধারণ ফিলিস্তিনিরা। এসময় ইসরায়েলের এ আচরণকে বর্বরতা হিসেবে আখ্যা দেন তারা। একে জাতিগত নিধনের উদ্দেশ্যেই এই শোষণ- দাবি বিক্ষোভকারীদের। এক পর্যায়ে আন্দোলনরতদের ওপর চড়াও হয় ইসরালেলি পুলিশ বাহিনী। এর আগে, গেল বুধবার বেআইনি বসবাসের অভিযোগ এনে, শেখ জাররাহ’র একটি বাড়িতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। গুড়িয়ে দেয় বাড়িটি। এতে তীব্র ঠাণ্ডা ও বৃষ্টির ভেতর উদ্বাস্তু হয়ে পড়েন পরিবারের ১৫ সদস্য। গেল কয়েক বছর ধরেই স্থাপনাটি নিয়ে চলছিলো আইনি লড়াই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply