গাজায় আবারও ইসরায়েলের গুলি, নিহত ৯

|

গাজা উপত্যকায় আবারও ফিলিস্তিনীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলী সেনাবাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ৯ জন। আহত হয়েছে এক হাজারের বেশি।

শুক্রবার, জুম্মার নামাজের পর গাজা-ইসরায়েল সীমান্তে জড়ো হওয়া ফিলিস্তিনীদের ছত্রভঙ্গ করতে নির্বিচারে গুলি চালায় সেনারা। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো গণ-বিক্ষোভের প্রস্তুতি ঠেকাতে আগেই সীমান্তে অবস্থান নেয় ইসরায়েলী নিরাপত্তা বাহিনী। দু’পক্ষের পাল্টাপাল্টি অবস্থানকে কেন্দ্র করে আবারও বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। গেল শুক্রবার ‘মার্চ ফর রিটার্ন’ পদযাত্রায় অংশ নেন ৩০ হাজার ফিলিস্তিনি। মাতৃভূমির অধিকার এবং জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা। শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলী সেনাদের নির্বিচার গুলিতে সেসময় নিহত হন ২০ ফিলিস্তিনী। ১৫ মে পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার কথা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply