কূটনীতিকদের ইউক্রেন ছাড়ার তাগিদ যুক্তরাষ্ট্রের

|

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নিজেদের দূতাবাস কর্মকর্তা, তাদের পরিবার এবং অন্যান্য কূটনীতিকদের ইউক্রেন ছাড়ার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার (২৩ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করে এই বিবৃতি। জানানো হয়, যেকোনো মুর্হুতে দেশটিতে সামরিক আগ্রাসন চালাতে প্রস্তুত রাশিয়া। তাই নিজস্ব কর্মকর্তাদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। একইসাথে, উত্তেজনা চলাকালে রাশিয়ায় ভ্রমণের ওপরও মার্কিনিদের সতর্ক করেছে বাইডেন প্রশাসন।

চলতি সপ্তাহেই অঞ্চলটি সফর করার কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কোনো চিন্তাভাবনা নেই। কেননা, তাতে রুশ সক্ষমতার বিরুদ্ধে পশ্চিমারা কতোটা শক্তিশালী সেটি প্রমাণিত হয় না।

এদিকে সীমান্তে লাখো সেনা মোতায়েন রেখেছে রাশিয়া।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply