বুস্টার ডোজ নিতে গিয়ে ভিড়ে অসুস্থ হয়ে পড়ছেন প্রবীণরা

|

খুলনায় বুস্টার নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবীণরা। দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকছেন তারা। এতে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই।

খুলনা জেনারেল হাসপাতাল, মেডিকেল কলেজ এবং পুলিশ লাইনসে দেয়া হচ্ছে এই ভ্যাকসিন। সবখানেই চরম অবস্থাপনা, হট্টগোল আর দীর্ঘ লাইন। টিকা নিতে গিয়ে প্রচণ্ড ভিড়ে অসুস্থ হয়ে পড় বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

এদিকে প্রচণ্ড ভিড় থাকায় উপেক্ষিত স্বাস্থ্যবিধি। বাড়ছে ঝুঁকি। সাথে বাড়ছে ক্ষোভও। তবে খুলনা জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানালেন, সংক্রমণ বাড়ায় টিকা নেয়ার হার বেড়েছে। দুয়েকটি অভিযোগ থাকলেও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট তিনি।

সিভিল সাজন অফিসের তথ্য অনুযায়ী, খুলনায় ২২ জানুয়ারি পর্যন্ত করোনার প্রথম ডোজ টিকা নিয়েছে ১৬ লাখ মানুষ, আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে ১১ লাখের বেশি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply