নীলফামারীতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ আরোহী নিহত

|

ছবি: সংগৃহীত

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে সদরের দারোয়ানী স্টেশন সংলগ্ন রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, অটোরিকশাযোগে ৯ জন শ্রমিক উত্তরা ইপিজেডে কারখানায় কাজে যাচ্ছিলেন। রেলক্রসিং পাড় হওয়ার সময় চিলাহাটীগামী সীমান্ত এক্সপ্রেসের সাথে ধাক্কা লাগে অটোরিকশাটির। প্রায় ২০ গজ দূরে গিয়ে ছিটকে পড়ে তিন চাকার বাহনটি। এতে ঘটনাস্থলেই শেফালী বেগম নামে অটোরিকশার এক যাত্রী নিহত হন। হাসপাতালে নেয়া হলে আরও দুই নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আহতদের নীলফামারী সদর হাসপাতাল ও রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। রেল ক্রসিংটিতে কোনো গেট বা গার্ড না থাকা এবং ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply