জার্মানিতে পথচারীদের ওপর গাড়ি, নিহত ৪

|

জার্মানির পূর্বাঞ্চলের মুনস্টার শহরের একটি জনবহুল এলাকায় পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়েছে অজ্ঞাত এক চালক। স্থানীয় সময় শনিবার দুপুরে এ ঘটনায় নিহত হয়েছে ৪ জন।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি বলছে, দ্রুত গতির একটি গাড়ি পথচারীদের ওপর তুলে দেয় চালক। এতে আহত হয় অন্তত ৩০ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই গাড়িটির চালক আত্মহত্যা হয়েছে বলে জানায় পুলিশ। আশপাশের এলাকা গুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা সদস্য।

এর আগে ২০১৬ সালে বার্নিলেন গাড়ি হামলার ঘটনায় নিহত হয় ১২ জন।

যমুনা অনলাইন: আরএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply