আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান শাসনের সমর্থনে নারীরা বিক্ষোভ মিছিল করেছে। হিজাব পরে তারা এই মিছিলে যোগ দেন। তারা বলেন, অবিলম্বে আফগানিস্তানের জব্দকৃত সাড়ে ৯ বিলিয়ন ডলার ফেরত দিতে হবে।
ফ্রান্স২৪’র প্রতিবেদনে বলা হয়, মিছিলে অংশগ্রহণকারী নারীরা এ সময় তালেবান ও হিজাবের সমর্থনে শ্লোগান দেন এবং আফগানিস্তানের অর্থ-সম্পদ আটকে না রেখে তা ফেরত দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। আফগান নারীরা রাজপথে সমবেত হয়ে বলেন, তারা তালেবানি শাসন এবং ইসলামী পর্দা প্রথার পক্ষে।
আরও পড়ুন: নিয়োগে অনিয়মের অভিযোগে যাত্রীবাহী ট্রেনে আগুন দিলেন চাকরিপ্রার্থীরা
মিছিলে অংশগ্রহণকারী মরিয়ম জিয়াউল হক নামের এক নারী বলেছেন, তালেবান ধর্মের ভিত্তিতে আইন প্রণয়ন করেছে। কিন্তু কিছু মানুষ পাশ্চাত্যের সহযোগিতায় এই আইনকে গুরুত্বহীন হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শাকিলা নামের এক নারী বলেছেন, যারা হিজারের বিরোধী তারা কখনোই আফগান নারীদের প্রকৃত প্রতিনিধি হতে পারে না।
এর আগে আফগানিস্তানের বিভিন্ন শহরে নারী অধিকার বাস্তবায়নের দাবিতে নারীরা বিক্ষোভ করে এবং তারা তালেবানি শাসনের বিরোধিতা করে বলেছেন, তালেবান নারীদের শিক্ষা ও কাজের বিরোধী।
/এনএএস
Leave a reply