রোগীকে সুস্থ করতে নার্সের কাণ্ড ভাইরাল

|

ছবি: সংগৃহীত

রোগীদের সুস্থ করে তোলায় চিকিৎসদের পাশাপাশি নার্সদের অবদান কোনো অংশে কম নয়। রোগীকে রোগের সাথে লড়াইয়ের সাহস জোগান এই নার্সরা। সম্প্রতি রোগীকে সুস্থ করতে এক অভিনব উপায় অবলম্বন করতে দেখা গেছে এক নার্সকে।

প্যারালাইসিস আক্রান্ত এক রোগীকে ফিজিওথেরাপি করানোর কথা ছিল নার্সের। আর নিজের নাচকে হাতিয়ার করেই এই কাজটি সম্পন্ন করেন ওই নার্স। আর সেই ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে।

নিমিষেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। নন্দিনী ভেঙ্কট নামে এক ব্যক্তি ভিডিওটি প্রথম শেয়ার করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, রোগীর সামনে প্রথমে নিজে নাচতে শুরু করেন একজন নার্স। তা দেখে উৎসাহিত হয়ে এক হাত তুলে নাচার চেষ্টা করেন ওই রোগী।

আরও পড়ুন: কারখানা থেকে বাড়ি ফিরেই কোটিপতি কর্মী!

দীপাংশু কাবরা নামে ভারতীয় পুলিশের একজন কর্মকর্তাও ভিডিওটি শেয়ার করেছেন। সেখানে দেয়া ক্যাপশনে এই আইপিএস অফিসার লিখেছেন, বুদ্ধির জোরে পক্ষাঘাতগ্রস্ত রোগীকে দিয়ে ফিজিওথেরাপি করিয়ে নিলেন নার্স। রোগী যখন সুস্থ হয়ে যান, চিকিৎসককে ধন্যবাদ জানান। কিন্তু নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীরা যেভাবে ভালোবেসে রোগীকে সারিয়ে তোলেন, তার জন্য ধন্যবাদ শব্দটি খুবই ছোট…।

ভাইরাল হওয়া নার্সের এই ভিডিওটি ভারতের কোন হাসপাতালের, সে সম্পর্কে কিছু জানা যায়নি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply