আগামী ৬ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবো না: তামিম ইকবাল

|

ছবি: সংগৃহীত

আগামী ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তিনি বলেছেন, এরপর বিশ্বকাপের আগে প্রয়োজন হলে আলোচনা হতে পারে, তবে আশা করি তরুণদের পারফরমেন্স এতই ভালো হবে যে, সেটার দরকার পড়বে না।

তামিম ইকবাল বলেন, বড় কোনো টুর্নামেন্ট যেমন, বিশ্বকাপের আগে যদি আমাকে দলের দরকার পড়ে আর আমিও যদি প্রস্তুত থাকি, তবে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। তবে আমার মনে হয়, এমনটা প্রয়োজন হবে না। আমি চাই, তরুণ ক্রিকেটাররা আমার পজিশনে এত ভালো খেলবে যে, আমাকে প্রয়োজনই পড়বে না।

তামিম ইকবাল আরও জানান, গণমাধ্যমে অনেক কিছুই আসতে পারে। তবে তিনি এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ক্রিকেট কেন্দ্রীক ভাবনা থেকেই নিয়েছেন।

বাংলাদেশের জার্সিতে তামিম সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে। গত অক্টোবর-নভেম্বরে হয়ে যাওয়া সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণার আগেই তরুণদের সুযোগ দেয়া এবং নিজের প্রস্তুতির ঘাটতিকে কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তামিম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply