নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

|

স্টাফ রিপোর্টার, নাটোর
নাটোরের গুরুদাসপুরের স্ত্রী নাসিমা বেগম হত্যার দায়ে স্বামী স্বপন প্রামাণিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম মোল্লা এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত স্বপন নাটোরের গুরুদাসপুর উপজেলার মসিন্দা শিকারপাড়া গ্রামের খোদা বক্স প্রামাণিকের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৭ জুলাই পারিবারিক কলহের জের ধরে স্বপন প্রামাণিক তার স্ত্রী নাসিমা বেগমকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নাসিমার পরিবার স্বপন প্রামাণিক ও তার বাবা খোদা বক্স ও মা সুকজান বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত স্বামী স্বপনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন ও অপর দুই আসামিকে খালাস প্রদান করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply