কাজে লাগেনি গেইল ঝড়, মাঝারি সংগ্রহ বরিশালের

|

ছবি: সংগৃহীত

বিপিএলে দিনের প্রথম ম্যাচে এই মুহূর্তে লড়ছে ফরচুন বরিশাল আর খুলনা টাইগার্স। টস হেরে ব্যাট করতে নেমে ক্রিস গেইলের শুরুর ঝড়কে কাজে লাগাতে না পেরে নির্ধারিত ২০ ওভারে সাকিব আল হাসানের হাসানের ফরচুন বরিশাল ১৪২ রানের মাঝারি টার্গেট দিয়েছে খুলনা টাইগার্সকে।

কিন্তু চট্টগ্রামে আজ (২৯ জানুয়ারি) ইনিংসের শুরুতে মনে হচ্ছিল যে, ফরচুন বরিশালের সংগ্রহ হবে আরও বড়। ওপেন করতে নেমেই পিচে ঝড় তোলেন ফরচুন বরিশালের মারকুটে ওপেনার ক্রিস গেইল। আরেক ওপেনার জ্যাক লিনটোট ১১ আর ওয়ান ডাউনে নামা জিয়াউর রহমান ১০ রান করে আউট হলেও গেইল থামেন ৪৫ রান করে। ইউনিভার্স বস হাঁকিয়েছেন ২ ছয় ও ৬টি চার। দ্রুত রান সংগ্রহ করতে গিয়ে নুরুল হাসান সোহানও ফেরেন মাত্র ৮ রান করে।

এরপর তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, ইরফান শুক্কুররাও রানের গতি বাড়াতে গিয়ে উইকেট বিলিয়ে আসলে শেষদিকে ছটখাট ধস নামে ইনিংসে। দলের সংগ্রহও তাই ছাড়ায়নি দেড়শো রানের কোটা। নইর্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বরিশাল সংগ্রহ করে ১৪১ রান। খুলনার হয়ে কামরুল রাব্বী, মেহেদি হাসান, শরিফুল্লাহ আর সেকুগে প্রসন্ন নিয়েছেন একটি করে উইকেট।

আরও পড়ুন: ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা, ফিরলেন জাহানারা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply