চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ঝিনুকাকৃতির ইনডোর

|

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নির্মিত হচ্ছে ঝিনুকাকৃতির ইনডোর। মিলবে বিশ্বমানের সুযোগ-সুবিধা। ইনডোরটির পাশেই হচ্ছে চারটি অনুশীলন উইকেট। যা দুই মাস পরই অনুশীলনের জন্য প্রস্তুত হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই ধরনের দুটি করে ম্যাটও ইতোমধ্যে নিয়ে আসা হয়েছে দেশের বাইরে থেকে। সব মিলিয়ে দেশের একমাত্র আধুনিক ইনডোর হতে যাচ্ছে চট্টগ্রামে। এরই মধ্যে শেষ হয়েছে ৯০ শতাংশ কাজ। দুই মাসের মধ্যেই ইনডোরটি ব্যবহার উপযোগী হয়ে যাবে বলে জানান জহুর আহমেদ স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল। ভেন্যু ম্যানেজার জানালেন, নতুন ইনডোরের পাশেই ৪টি অনুশীলন উইকেটও তৈরি করা হচ্ছে। মাঠ মিলিয়ে এখন ১২টি উইকেটে অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা।

স্টেডিয়ামের পাশ ঘেঁষে চলে যাওয়া ফ্লাইওভারটির নির্মাণকাজের জন্য ভেঙে ফেলা হয়েছিল পূর্বের ইনডোরটি। ৫ কোটি টাকা ব্যয়ে আধুনিক ইনডোরটি গড়ছে ফ্লাইওভারটির বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply