পঞ্চগড়ে সপ্তাহ জুড়ে মৃদু শৈত্য প্রবাহ

|

ফাইল ছবি।

পঞ্চগড় প্রতিনিধি:

দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে গত কয়েক দিন ধরে বেড়েই চলছে শীতের প্রকোপ। উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয়ের হিম বাতাস আর ঘন কুয়াশার কারণে এ জেলায় বেড়েই চলছে শীতের তীব্রতা। ফলে কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়ছে জেলার অসহায় ও খেটে খাওয়া শীতার্ত মানুষরা।

রোববার (৩০ জানুয়ারি) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, এ জেলা থেকে হিমালয় অনেক কাছাকাছি হওয়ায় প্রতিবছরের ন্যায় এবছরও শীত মৌসুমে শীত বেশি অনুভূত হচ্ছে। গত কয়েক দিন ধরে এ জেলার উপর দিয়ে তাপমাত্রা উঠানামা করায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।

আরও পড়ুন: সারাদেশে শীতের দাপট

জেলা প্রশাসন জানায়, জেলার ৫ উপজেলার ৪৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার মোট এ পর্যন্ত ৩৪ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আরও শীতবস্ত্র চেয়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে। তবে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply