‘যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধ করার জন্য চিঠি দিয়েছেন বিএনপি মহাসচিব’

|

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

বিএনপি অস্বীকার করলেও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধ করার জন্য চিঠি দিয়েছেন দলটির মহাসচিব। তার স্বাক্ষরে বিভিন্ন সময়ে বিভিন্ন বিভাগে চিঠি দেয়া হয়েছে। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তিনি এ মন্তব্য করেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব এসব বিষয় মঙ্গলবার অস্বীকার করেছেন। কিন্তু তারা এ নিয়ে মিথ্যাচার করছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের রফতানি বাণিজ্য বন্ধ করতে তারা চিঠি দিয়েছে। এমন দলের রাজনীতি করার অধিকার থাকার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, তারা বলছে লবিস্ট নিয়োগ করেনি। কিন্তু সরকারের কাছে থাকা ডকুমেন্টে দেখা যাচ্ছে তারা এ নিয়ে চুক্তি করেছে। লবিস্ট ফার্মের সাথে তাদের চুক্তির সব ডকুমেন্ট আছে সরকারের কাছে। ইসিতে প্রতিটি রাজনৈতিক দলকে আয় ব্যয়ের হিসাব দিতে হয়। সেখানে লবিস্ট নিয়োগে যে অর্থ খরচ করেছে তা বিএনপি দেখিয়েছে কিনা তা ইসি খতিয়ে দেখবে বলে জানান তথ্যমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply