ভাঙ্গা কাচে হাত কাটলো ওবায়দুল কাদেরের

|

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন পরিদর্শনে যান ওবায়দুল কাদের। বাসভবন থেকে বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলছিলেন। হঠাৎই সাংবাদিকদের চোখে পড়লো বিষয়টি। সেতুমন্ত্রীর ডান হাতের তর্জনিতে ব্যান্ডেজ বাঁধা। সাথে সাথে প্রশ্নবান ছুটে গেল মন্ত্রীর দিকে। জানা গেল, ভিসির বাসভবনে এসে আহত হয়েছেন মন্ত্রী। দরজার ভাঙ্গা গ্লাসের সাথে আচমকা আঙ্গুল লেগে কেটে রক্ত ঝরতে থাকে। তাৎক্ষণিকভাবে মন্ত্রীর আঙ্গুলে ব্যান্ডেজ লাগিয়ে দেয়া হয়।

মন্ত্রী বলেন, আন্দোলনের নামে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে হামলা চালিয়েছে তাদের ছাড় দেয়া হবে না। কোটা’র সঙ্গে ভিসির কোনো সম্পর্ক নেই। তারপরেও পরিস্থিতি ঘোলাটে করতে পরিকল্পিতভাবে তার বাসভবনে হামলা চালানো হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে এরইমধ্যে কয়েকজন হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে।

এদিকে, উপাচার্যের বাসভবনে ও উপাচার্যকে হত্যাচেষ্টার প্রতিবাদে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এছাড়া, বিশ্ববিদ্যালয় অফিসার্স ক্লাবও ভিসির বাসভবনে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply