অস্বাভাবিক লেনদেন: ফারমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

|

১৬০ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ফারমার্স ব্যাংকের নিরীক্ষা বিভাগের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতিসহ ৪ জনকে গ্রেফতার করেছে দুদক।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব ভবনের সামনে থেকে দুদক পরিচালক কাজী শফিকুল আলমের নেতৃত্বে ৪ জনকে গ্রেফতার করা হয়। মাহবুবুল হক চিশতি ছাড়া অন্য তিনজন হলেন মাহবুবুল হকের ছেলে রাশেদুল হক চিশতি, ব্যাংকের এসভিপি জিয়া উদ্দিন আহমেদ, ব্যাংকটির ফার্স্ট প্রেসিডেন্ট মুহাম্মদ মাসুদুর রহমান খান। তারা ব্যাংকের নিয়মের তোয়াক্কা না করে গুলশান শাখার একটি সঞ্চয়ী হিসাবে বিপুল পরিমাণ অর্থ অবৈধ লেনদেনের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে।

অনিয়ম দুর্নীতি বিষয়ে দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে নিজের পক্ষে সাফাই গেয়ে দুর্নীতির জন্য ফার্মারস ব্যাংকের অন্য পরিচালকদের দায়ী করেন মাহবুবুল হক চিশতি।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply