যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ ইস্যু সরকারের সৃষ্ট নতুন এজেন্ডা: বিএনপি

|

বিএনপির আর্ন্তজাতিক কমিটির সক্রিয় সদস্য শামা ওবায়েদ।

দেশীয় রাজনীতির আলোচনায় নতুন এজেন্ডা এখন যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ। আওয়ামী লীগ নেতা বা মন্ত্রীদের প্রায় প্রতিদিনের বক্তব্যে থাকছে লবিস্ট নিয়ে বিএনপির সমালোচনা। তবে দলটির নেতারা এতে গুরুত্বই দিতে চাচ্ছেন না। তারা বলতে চান, নানাভাবে মানুষকে বিভ্রান্ত করে সরকার। লবিস্ট নিয়োগও তেমনই ইস্যু। এসব ঘটনায় বিএনপি নয়, চাপে আছে সরকার।

র‍্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জেরে আলোচনায় আসে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ ইস্যু। সরকারের পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর বাইরে মন্ত্রীদের কেউ কেউ বিএনপির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগও তোলেন। চিঠি দেয়া হয় ইসিতে।

বিএনপির আর্ন্তজাতিক কমিটির সক্রিয় সদস্য শামা ওবায়েদের দাবি, উন্নয়ন সহযোগীদের চিঠি দিয়ে পরিস্থিতি জানানো কোনো অপরাধ নয়। বরং এটা কূটনৈতিক রীতি। লবিস্ট নিয়োগের খরচ যাচাইয়ের চিঠি নিয়ে বৃহস্পতিবার (৩ জানুয়ারি) আলোচনা হয় নির্বাচন কমিশনের বৈঠকে। তারা জানায়, দায়িত্বপ্রাপ্ত সংস্থা তদন্ত করে তথ্য দিলে ব্যবস্থা নেবে কমিশন।

তবে বিএনপি নেতাদের দাবি, নিজেদের অপকর্ম আড়াল করতে নতুন নতুন ইস্যুতে সৃষ্টি করছে সরকার, যার একটি লবিস্ট বিতর্ক।

এজজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply