রোহিঙ্গাদের প্রতি সহিংসতা বন্ধে মিয়ানমারকে আহ্বান নিরাপত্তা পরিষদের

|

রাখাইনের রোহিঙ্গাদের ওপর নিপীড়ন ও সেনা অভিযান বন্ধে মিয়ানমারের প্রতি আহ্বান জানালো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। চলমান সহিংসতায় চরম উদ্বেগ ও নিন্দা জানায় সংস্থাটি।

বাংলাদেশ সময় বুধবার মধ্যরাতে রাখাইন রাজ্যের চলমান সহিংস পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য ও সুইডেনের অনুরোধে,রাখাইন পরিস্থিতি নিয়ে দ্বিতীয় বারের মতো নিরাপত্তা পরিষদে বৈঠক হলো। বৈঠকের পরে এক বিবৃতিতে নিরাপত্তা কাউন্সিলের প্রেসিডেন্ট জানান,রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ বন্ধ করতে হবে। আলাদা এক সংবাদ সম্মেলনে রাখাইনে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন সংস্থাটির সহাসচিব আন্তোনিয় গুতেরেস। সহিংসতা বন্ধের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। জাতিসংঘ ও অন্যান্য সংস্থাগুলোকেও এ বিষয়ে বাংলাদেশকে সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply