বিপিএলে খেলেই লাইম লাইটে এসেছিলেন জেসন রয়-রশিদ খানদের মতো ক্রিকেটাররা। সেই পথেই হাঁটছেন বিপিএলের এবারের আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে আসা উইল জ্যাকস। ব্যাট হাতে তার দারুণ পারফরমেন্স এরই মধ্যে নজর কেড়েছে ক্রিকেট বিশ্লেষকদের।
২০১৯ এর ২২শে মার্চ, ইংলিশ সিজন শুরুর আগে দুবাইতে প্রি সিজন টি-টেন ম্যাচে মুখোমুখি হয়েছিল সারে এবং ল্যাংকাশায়ার। সেই ম্যাচে ২৫ বলে সেঞ্চুরি হাঁকালেন ২০ বছর বয়সী এক তরুণ। ইংল্যান্ড জাতীয় দলে খেলা বাঁহাতি স্পিনার স্টিফেন প্যারিকে মারলেন এক ওভারে ৬ ছক্কা। তরুণ এই ব্যাটারের নাম উইল জ্যাকস।
২০১৮ সালে লিস্ট এ ক্রিকেটে অভিষেক হওয়া জ্যাকস নিজের তৃতীয় ম্যাচেই গ্লস্টারশায়ারের হয়ে খেলেন ১২১ রানের ম্যাচজয়ী ইনিংস। এরপর তিনি জায়গা করে নেন ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে, করেন একটি সেঞ্চুরি।
এরই ধারাবাহিকতায় ২০২০ সালে কোভিডকালীন ইংল্যান্ড ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্পে সুযোগ পান জ্যাকস। ২০২১ সালে মিডলসেক্সের বিরুদ্ধে মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি করে হইচই ফেলে দেন তিনি।
ইংলিশ কোচ পল নিক্সনের সুবাদে ২০২২ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলছেন উইল জ্যাকস। দলটির ব্যাটিংয়ের অন্যতম বড় ভরসা জ্যাকস এরইমধ্যে ৮ ম্যাচে ১৫০ দশমিক ৯৩ স্ট্রাইক রেটে ২৮০ রানের মালিক হয়ে গেছেন। সেই সাথে সিলেট সানরাইজার্সের বিপক্ষে ১৯ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে নজর কেড়েছেন ক্রিকেট বিশ্লেষকদের।
বাংলাদেশের ঘরোয়া লিগ খেলে এর আগে লাইম লাইটে এসেছেন জেসন রয়, ডেভিড মালান, রশিদ খানের মতো তারকা খেলোয়াড়রা। বিপিএলে খেলার পরই ভাগ্যদেবী যেন প্রসন্ন হয়েছিলেন তাদের প্রতি। এবার উইল জ্যাকসের দুর্দান্ত পারফরমেন্সও দিচ্ছে তেমন কিছুরই ইঙ্গিত।
Leave a reply