ফ্রান্সের সাথে ১৮শ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর সৌদি আরবের

|

ফ্রান্সের সাথে ১৮শ কোটি ডলারের খসড়া চুক্তি স্বাক্ষর করলো সৌদি আরব। তিন দিনের প্যারিস সফর শেষে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের উপস্থিতিতে হয় এ চুক্তি সই।

বিবৃতি অনুযায়ী, পর্যটন, পানি শোধন, সংস্কৃতি, স্বাস্থ্য ও কৃষিখাতে উন্নয়নের জন্য ফ্রান্সের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি সই হয়েছে রিয়াদের।

এছাড়া সৌদি আরবের জুবেইল এলাকায় পেট্রো-ক্যামিকেল কারখানা নির্মাণে দেশটির জাতীয় জ্বালানি প্রতিষ্ঠান- আরামকোর সাথে ফ্রান্সের ওয়েল জায়ান্ট- টোটালের ৯শ’ কোটি ডলারের চুক্তি সই করেছে।

যৌথ এক সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট জানান- ২০১৮ সালের শেষ নাগাদ তিনি রিয়াদ সফরে যাবেন। সেসময়ই চূড়ান্ত হবে এসব চুক্তি। ততোদিন পর্যন্ত, বিনিয়োগের পরিমাণ, লেনদেনের সময়সীমা এবং প্রস্তাবিত প্রকল্পের ব্যাপারে যাচাই-বাছাই করবে দু’দেশ।

এদিকে, কাতার ও উপসাগরীয় দেশগুলোর জোট- জিসিসি’র মধ্যে সংকটের দ্রুত সমাধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন সৌদি আরবের বাদশাহ সালমান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply