ভ্যাকসিন বিরোধী বিক্ষোভে একদিনে ক্ষতির পরিমাণ ৩০ কোটি ডলার!

|

ছবি: সংগৃহীত

ভ্যাকসিন বিরোধী আন্দোলনে কানাডার বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের সাথে তিনটি সীমান্ত অবরোধ করায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশ দুটির আমদানি রফতানি বাণিজ্য। এক দিনের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩০ কোটি মার্কিন ডলার। এ তথ্য দেয় কানাডার অর্থ মন্ত্রণালয়।

প্রায় দুই সপ্তাহ ধরে চলা ভ্যাকসিন বিরোধী বিক্ষোভে বিপর্যস্ত কানাডা। এর প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রেও। মিশিগান, নর্থ ডাকোটা ও মন্টানা বন্দরে সৃষ্টি হয়েছে তীব্র যানযট। নিত্য প্রয়োজনীয় জিনিসসহ বন্ধ হয়ে গেছে কৃষি যন্ত্রপাতি ও গাড়ির যন্ত্রাংশের আমদানি-রফতানি বাণিজ্য। একে অবৈধ অর্থনৈতিক অবরোধ হিসেবে আখ্যা দিয়েছে সরকার। এর প্রেক্ষিতে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এই বিক্ষোভ উত্তাপ ছড়িয়েছে কানাডার পার্লামেন্টেও। যেকোনো মূল্যে এই বিক্ষোভ দমনের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

আরও পড়ুন: ভ্যাকসিন বিরোধী বিক্ষোভ যেকোনো মূল্যে দমনের ঘোষণা ট্রুডোর

এদিকে, বন্দর অবরোধের ঘটনায় উদ্বেগ জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। করোনার শিষ্টাচারবিরোধী এ আন্দোলন যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে তারা। ট্রাক চালকরা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহরগুলো অবরোধের পরিকল্পনা করছে বলেও জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা।

আরও পড়ুন: টিকা বিরোধী আন্দোলন বন্ধ না করলে কঠোর হবে সরকার: ট্রুডো


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply