যৌতুকের জন্য বধূকে পুড়িয়ে হত্যা করলো শাশুড়ি!

|

ছবি: প্রতীকী

ঘরের ভিতর দাউদাউ করে জ্বলছে বধূ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই মর্মান্তিক দৃশ্য। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের আসানসোলে। অভিযোগ, যৌতুকের টাকার জন্য ওই বধূকে পুড়িয়ে খুন করেছে তার শাশুড়ি। খবর সংবাদ প্রতিদিনের।

খবরে বলা হয়, মৃত ওই বধূর নাম কাঞ্চন। ২০১৫ সালে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ধেমোমেন কোলিয়ারির বাসিন্দা সুধীর নুনিয়ার সঙ্গে বিয়ে হয় তার। তার বাবার বাড়ির সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে কাঞ্চনের ওপর অত্যাচার করতো শাশুড়ি ও শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অত্যাচার। এদিকে টাকার জোগাড়ও করতে পারছিলেন না কাঞ্চনের বাবার বাড়ির সদস্যরাও। এই পরিস্থিতিতে শ্বশুরবাড়িতে আগুনে পুড়ে মৃত্যু হয় কাঞ্চনের।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় কাঞ্চনের পুড়তে থাকা মুহূর্তের ছবি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে আসানসোলে। কাঞ্চনের পরিবারের অভিযোগ, যৌতুকের জন্যই খুন করা হয়েছে তাদের মেয়েকে। শাশুড়িই গোটা ঘটনার নেপথ্যে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।
আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ স্ত্রী! প্রতিবাদ করায় যেভাবে খুন হলেন স্বামী
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply