এবার নাগরিকদের ইউক্রেন ত্যাগের নির্দেশ দিলো অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ

|

ছবি: সংগৃহীত।

ইউক্রেন উত্তেজনার মধ্যেই মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ায় যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নরওয়ে, নেদারল্যান্ডস, কানাডা ও লাটভিয়াসহ আরও কয়েকটি দেশ তাদের নাগরিক ও কর্মীদের ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে। তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা প্রকাশ করা হয়নি। খবর বিবিসির।

এর আগে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ইউক্রেনে নিযুক্ত ইইউ এর দূত মাত্তি মাসিকাস এক ইমেইল বার্তায়, জরুরি নন এমন কর্মীদের কূটনৈতিক মিশন ছাড়ার পরামর্শ দেন। এ ছাড়া অন্যান্য দেশগুলোও তাদের কর্মীদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: বাইডেন-পুতিন ফোনালাপ শনিবার

মূলত, ইউক্রেনে আগামী এক সপ্তাহের মধ্যেই হামলা চালাতে পারে রাশিয়া এমনটিই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এরই মধ্যে পোল্যান্ডে আরও সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তাই নিজ দেশের নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই নির্দেশনা দেয়া হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply