ঝড়ো হাওয়ায় ভেঙে পড়েছে তাজমহলের মিনার

|

ভারতের আগ্রায় প্রবল ঝড়বৃষ্টি ও দমকা হওয়ায় তাজমহলের একটি মিনার ভেঙে পড়েছে। বুধবার রাতে আগ্রায় ঘণ্টায় ১৩০ কিলোমিটার বাতাসের বেগে একটি ঝড় বয়ে যায়। সঙ্গে দমকা হাওয়াও ছিল। এতে মার্বেল পাথরে তৈরি দরজা-ই-রওজা ভেঙে পড়েছে।

পর্যটকরা এই প্রবেশদ্বারটি দিয়েই তাজমহলের রূপ প্রথম দেখতে পান। সপ্তদশ শতকে মুঘল আমলে এটি তৈরি করা হয়েছিল।-খবর এনডিটিভি অনলাইনের।

দরজা-ই-রওজা একটি গুরুত্বপূর্ণ স্থাপত্যকীর্তি। এর নকশায় প্রথম দিকের মুঘল সম্রাটদের স্থাপত্যকীর্তির ছাপ রয়েছে।

সূত্র জানায়, মধ্যরাতের কিছুটা আগে স্তম্ভটি ভূপাতিত হয় এবং মিনার ও গম্বুজ ভেঙে কয়েক টুকরা হয়ে যায়।

এদিকে তাজমহলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ভারতের প্রত্নতত্ত্ব সমাজ (এএসআই) জানায়, তারা ওয়াকফ বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে। এর আগে ওয়াকফ বোর্ড ওই সম্পত্তিকে নিজের বলে দাবি করেছে। মালিকানা প্রমাণ করার জন্য উত্তর প্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ডকে সুপ্রিমকোর্ট মুঘল সম্রাট শাহজাহানের সই করা দলিল দেখাতে বলেছে।

বিচারপতি এএম খানউইলকার ও ডিওয়াই চন্দ্রাচুদের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে, ভারতে এমন কে আছেন, যিনি তাজমহলের মালিক ওয়াকফ বোর্ড বলে মনে করেন।

এএসআই জানিয়েছে, সর্বোচ্চ আদালত বলেছে তাজমহলের কর্তৃত্ব ব্রিটিশ সরকার নিয়ে নিয়েছিল। ভারত স্বাধীন হওয়ার পর প্রত্নতত্ত্ব সমাজ এটা দেখভাল করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply