বনশ্রীতে গৃহকর্মীর মৃত্যু: হত্যা মামলা দায়ের

|

রাজধানীর বনশ্রীতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ৬ জনকে বাদী করে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্বজনরা। আসামিদের মাঝে ইতোমধ্যে আটক থাকা দুই জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

আজ শনিবার সকালে খিলগাঁও থানায় হত্যা মামলাটি দায়ের করা হয়।

এদিকে মৃত্যুর জেরে বিক্ষুব্ধ এলাকাবাসীর ভাংচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে। গৃহকর্মী লাইলির মৃত্যুর পর গতকাল দিনভর বিক্ষোভ করে নিহতের স্বজন ও এলাকাবাসী।

গতকাল শুক্রবার সকালে বনশ্রী ‘ডি’ ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাড়িতে থেকে গৃহকর্মী লাইলির লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের অভিযোগ, চাকরির বকেয়া টাকা চাওয়াতে লাইলিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এরপর ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছেন গৃহকর্তা।

এ ঘটনায় অভিযুক্ত বাড়ি মালিক মাঈনুদ্দিন মুন্সি ও দারোয়ানকে শুক্রবারই আটক করে পুলিশ। মামলার পর তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।

গৃহকর্মী লাইলি বেগম খিলগাঁও হিন্দু পাড়া এলাকায় থাকতেন। তার দুটি শিশু সন্তান রয়েছে। লাইলির গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়িয়া উপজেলায়।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply