‘চাল নিয়ে কারসাজি চলছে’

|

দেশের বাজারে ১ কোটি মেট্রিক টন চাল আছে দাবি করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, একটি মহল চাল নিয়ে কারসাজি করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। মন্ত্রী জানান, আগামী রোববার থেকে সব জেলা ও বিভাগীয় শহরে চালু হচ্ছে ওএমএস কর্মসূচি।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে চাল নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, মজুদ না থাকায় সরকার চাল আমদানি করছে। ভিয়েতনাম থেকে এরই মধ্যে ২ লাখ ৫২ হাজার মেট্রিক টন চাল আনা হয়েছে। যার ১ লাখ ৫৪ হাজার টন মধ্যে খালাস করা গেছে। বৃষ্টি কমলেই বাকি চাল খালাস করা হবে।

এছাড়া মিয়ানমার থেকে চাল আমদানির বিষয়ে দেশটির প্রতিনিধি দলের সাথে ১৭ সেপ্টেম্বর ঢাকায় আলোচনা হবে বলে জানান খাদ্যমন্ত্রী। ভারত চাল রপ্তানি বন্ধ করা দিচ্ছে- এমন তথ্যের কোনো ভিত্তি নেই বলে দাবি করেন তিনি।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply