মানুষের নীতি-নৈতিকতা ও মানবিকতা লোপ পাচ্ছে: তথ্যমন্ত্রী

|

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মানুষের নীতি-নৈতিকতা ও মানবিকতা লোপ পাচ্ছে। বিশ্ব বেতার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। নৈতিক মূল্যবোধ বাড়াতে বাংলাদেশ বেতারে নতুন নতুন অনুষ্ঠান বানাতে কর্মকর্তাদের নির্দেশ দেন তথ্যমন্ত্রী।

এ সময় হাছান মাহমুদ বলেন, বিএনপি যদি গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে তাদের সংলাপে যাওয়া উচিত ছিল।

সার্চ কমিটির উদ্যোগ অনেক স্বচ্ছ ও ভালো বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আরও বলেন, এখন এসে বিএনপির অনেকে বুঝতে পারছে সার্চ কমিটির কাছে নাম দেয়া উচিত। সুতরাং এখনও বিএনপি চাইলে নাম দিতে পারবে। দরকার হলে রাষ্ট্রপতির কাছেও নাম দিতে পারেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply