‘ছাত্রলীগ কর্মীদের কারণেই প্রাণে রক্ষা পেয়েছেন ঢাবি উপাচার্য’

|

Sandeep Sharma of the Sunrisers Hyderabad celebrates the wicket of Surya Kumar Yadav of the Mumbai Indians during match seven of the Vivo Indian Premier League 2018 (IPL 2018) between the Sunrisers Hyderabad and the Mumbai Indians held at the Rajiv Gandhi International Cricket Stadium in Hyderabad on the 12th April 2018. Photo by: Ron Gaunt / IPL/ SPORTZPICS

ছাত্রলীগের কর্মীদের তৎপরতার কারণেই কোটা আন্দোলনের সময় প্রাণে রক্ষা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। এ কথা জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে পহেলা বৈশাখের কর্মসূচির বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি ।

কোটা সংস্কার আন্দোলনের পুরো ঘটনায় ছাত্রলীগের কোন সাংগঠনিক ব্যর্থতা নেই বলে দাবি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে উপাচার্যের বাসভবনে।

ছাত্রলীগ সভাপতি আরও বলেন, তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মোকাবেলা করতেই সুফিয়া কামাল হলের সভাপতি ইফফাত জাহান এশাকে বহিষ্কার হয়েছিল। তবে তদন্তে এশা নির্দোষ প্রমাণিত হওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply