নির্বাচনে আজীবন নিষিদ্ধ নওয়াজ

|

আজীবনের জন্য নির্বাচন ও পার্লামেন্টে অযোগ্য ঘোষিত হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আজ দেশটির সর্বোচ্চ আদালত দেন ঐতিহাসিক রায়। প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসারের নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

বলা হয়, সংবিধানের ৬২ নম্বর ধারা অনুসারে কোন রাজনীতিককে তার পদে অযোগ্য ঘোষণা করা হলে; তিনি জন-প্রতিনিধিত্ব করার সুযোগ হারাবেন। এরফলে ভবিষ্যতে কখনোই সে নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, হতে পারবেন না পার্লামেন্ট সদস্যও।

একই রায়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ- পিটিআই’র নেতা জাহাঙ্গীর তারিনকেও নির্বাচনে অযোগ্য ঘোষণা করেন সুপ্রিম কোর্ট। গেলো বছর জুলাই মাসে পানামা পেপার্স কেলেঙ্কারি মামলায় তাকে দোষী সাব্যস্ত করেন দেশটির সর্বোচ্চ আদালত। সেসময় রায়ে বলা হয় দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে প্রধানমন্ত্রীর পদে থাকার যোগ্যতা হারিয়েছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply