খুলনায় ৫, গাজীপুরে ৭ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

|

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপিসহ ৫ মেয়র প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। গাজীপুরে ১০ মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ-বিএনপিসহ সাত মেয়র মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। স্থগিত হয়েছে দুইজনের, বাতিল করা হয়েছে এক মেয়র প্রার্থীর মনোনয়নপত্র। আগামীকালও চলবে এ কার্যক্রম।

খুলনা আঞ্চলিক নির্বাচন অফিসেও সকাল থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র যাচাই-বাছাই। ৫ মেয়র প্রার্থী পর এখন সংরক্ষিত নারী ১০ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। কাল ৩১টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলদের মনোনয়নপত্র যাচাই হবে।

গাজীপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল থেকে চলছে এর কার্যক্রম। মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে প্রার্থীদের উপস্থিতিতেই। সকালে মেয়র পদে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই হয়। এছাড়া সাধারণ কাউন্সিলর ২৯৪ ও ৮৭ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। দুই সিটিতে ২৩ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ১৫ মে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply