ইউক্রেনে সামরিক অভিযান শুরু করলো রাশিয়া

|

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন এবং তারপরই ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণ হয়েছে দফায় দফায়। খবর বিবিসির।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দেয়া ভাষণে পুতিন ইউক্রেনের সেনাদের অস্ত্র ফেলে ফিরে যাওয়ার আহ্বান জানান এবং যেকোনো রক্তপাতের জন্য ইউক্রেন দায়ী থাকবে বলে হুঁশিয়ার করেন।  

এদিকে, একই সময় ইউক্রেনের দোনেৎস্কে বড় বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে নিশ্চিত করেছেন কিয়েভে অবস্থানরত বিবিসির করেসপনডেন্ট পল অ্যাডামস। তিনি জানিয়েছেন, কিছুক্ষণ আগেও তিনি ৫-৬টি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন। এছাড়া কিয়েভ থেকে সরাসরি সম্প্রচারিত সিএনএনের একটি অনুষ্ঠানেও বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে।

বিবিসি আরও জানিয়েছে, রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকা ছাড়াও ইউক্রেনের অন্যান্য স্থান থেকেও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

এছাড়া উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভে, দক্ষিণাঞ্চলীয় ওদেসায় এবং পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের অবলাস্ট এলাকায়ও বিস্ফোরণ হয়েছে বলে সোশ্যাল মিডিয়ার তথ্যে উঠে আসছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply