লক্ষ্মীপুরে মাকে কোপানোর পরে পুড়িয়ে হত্যা, ঘাতক ছেলে গ্রেফতার

|

নিজের মাকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার অভিযোগে আটককৃত মিলন (২৩)

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জে আমেনা বেগম (৬০) নামী একজনকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জেরে তার সন্তান রেদওয়ান হোসেন মিলন (২৩) এ নির্মম হত্যাকাণ্ড ঘটান বলে জানা যায়। এ ঘটনায় ঘাতক মিলনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক। এর আগে উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের আশার কোটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ওসি এমদাদুল হক জানান, রাতে পারিবারিক ক্ষোভের (মানসিক বিকারগ্রস্থতা, প্রেমে ব্যর্থতা ও মাদকাসক্তি) বশবর্তী হয়ে মিলন তার মাকে কুপিয়ে জখম করে। পরে কম্বল পেঁচিয়ে আগুন দিয়ে পুড়িয়ে নিজের মাকে হত্যা করে মিলন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আমেনার মরদেহ উদ্ধার ও ঘাতক ছেলে মিলনকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহতের ভাই টিপু সুলতান বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন বলে জানান ওসি।

/এসএই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply