বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু বাজারে নয়, এই সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে। এই সরকারের কোথাও কোনো জবাবহিদিতা নেই। দুর্নীতির কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। এই সরকার সব ক্ষেত্রে দুর্নীতি করছে। যার প্রভাব পড়ছে বাজারে। আর জনগণকে তার মাশুল দিতে হচ্ছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। এরমধ্যে রয়েছে ঢাকা, বিভাগীয়, সারা দেশ ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচী। এছাড়া দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও কর্মসূচি পালন করবে।
Leave a reply