এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের ওপর বিরল এক নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। খবর বিবিসির।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) এ ঘোষণা আসে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে। এর ফলে দেশগুলোতে থাকা এ দুই রুশ নেতার সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে।
এছাড়াও রুশ প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। কোনো দেশের রাষ্ট্রপ্রধান কিংবা পররাষ্ট্রমন্ত্রীর ওপর এমন নিষেধাজ্ঞার ঘটনা বিরল।
এদিকে, রাশিয়ার ওপর নানামুখী অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর এবার আন্তর্জাতিক ব্যাংকিং পদ্ধতি ‘সুইফট’ থেকে দেশটিকে বহিষ্কারের প্রস্তাব তোলা হয়েছে। ফ্রান্স ও জার্মানির পক্ষ থেকে এ প্রস্তাব তোলা হয় বলে জানা গেছে। জার্মানির দাবি, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর চালানো বর্বর হামলার দায় শুধুমাত্র সার্গেই লাভরফ ও পুতিনের।
/এসএইচ
Leave a reply