রুশ আগ্রাসন থামাতে দেশের বেসামরিক নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ইউক্রেন সরকার। যুদ্ধে অংশ নিতে যারা আগ্রহী তাদের দেয়া হচ্ছে অস্ত্র। এছাড়া, সাধারণ মানুষকে ঘরে বসে ককটেল বানানোর অনুরোধ জানানো হয়েছে। দেয়া হচ্ছে ককটেল বানানোর প্রশিক্ষণও। তবে প্রশ্ন উঠছে, বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবহরের সামনে কতটা প্রতিরোধ গড়তে পারবে ঘরে বানানো আগ্নেয়াস্ত্র, উঠছে সেই প্রশ্ন। খবর বিবিসির।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক টুইটবার্তায় রাশিয়ার আগ্রাসন রুখতে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায় ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ট্যাংক, যুদ্ধজাহাজ, ফাইটার জেট, কামান, সাবমেরিনসহ বিপুল পরিমাণ অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত বিশ্বের অন্যতম শক্তিশালী রুশ সেনাবহরকে থামাতে সাধারণ মানুষকে নিজ উদ্যোগে ককটেল বানানোর অনুরোধ জানিয়েছে তারা। এছাড়া দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে আরেক টুইটবার্তায় কীভাবে ককটেল বানাতে হয়, সে নির্দেশনা দেয়া হয়েছে।
আরও পড়ুন: ফায়ার বোমা দিয়ে কিয়েভ রক্ষা করুন, নাগরিকদের প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয়
ককটেল বানানোর অনুরোধই শুধু নয়, যারা যুদ্ধে আগ্রহী, তাদের অস্ত্রও দেয়া হচ্ছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, এখন পর্যন্ত ১৮ হাজার বেসামরিক নাগরিককে দেয়া হয়েছে মেশিনগান। ১৮ থেকে ৬০ বছর বয়সী নাগরিকদের ইউক্রেন না ছাড়ার অনুরোধও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। সরকারের আহ্বানে সারা দিয়ে এরইমধ্যে অনেক বেসামরিক নাগরিকই নেমেছেন দেশ রক্ষার মিশনে। স্ত্রী-সন্তান, বাবা-মাকে নিরাপদ আশ্রয়ে রেখে যোগ দিচ্ছেন সেনাবাহিনীতে।
আরও পড়ুন: বিরল নিষেধাজ্ঞা আরোপ হলো পুতিন ও ল্যাভরভের ওপর
এম ই/
Leave a reply